চুয়াডাঙ্গায় গুড়িয়ে দেয়া হলো প্রায় দুইশো অবৈধ স্থাপনা 

সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্নস্থানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেয় সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। অভিযান সূত্রে জানা গেছে, শহরের বিভিন্নস্থানে সড়কের দুই ধারে জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা পাকা-আধাপাকা ও টিনের ঘর করে দখলসহ বিভিন্ন স্থাপনা সড়কের পাশ থেকে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাথাভাঙ্গা সেতুর ওপার থেকে থেকে দৌলতদিয়াড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত, কলেজ রোডসহ শহরের বিভিন্নস্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা। এ সময় প্রায় দুইশো অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিত রায় বলেন, অপরিকল্পিতভাবে সড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপিত সব কিছু উচ্ছেদ করা হয়েছে। গত এক সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিত রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মনজুরুল করিম, উপ বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।

Comments (0)
Add Comment