চুয়াডাঙ্গায় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ

রফিকুল ইসলাম/ জহির রায়হান সোহাগ: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ াবতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো: ফকরুল আলম খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুব কবির, পরিদর্শকমো: শাহাবুদ্দিন, পরিদর্শক আমিরুল হাসান ও ট্রাফিক সার্জেন্ট আজাদ ঈমন সাদাকাত শাকিলসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোন নাগরিক মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে ভ্রাম্যমাণ আদালতের সামনে পরলে জরিমানা দিতে হবে। সকলকে এব্যাপারে সচেতন হতে হবে।

Comments (0)
Add Comment