চুয়াডাঙ্গায় নবগঠিত নবীন দলের পরিচিতসভা : ঐক্যবদ্ধ হয়ে সকলকে রাজপথে নামার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নবগঠিত নবীন দলের পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা নবীন দলের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর-জামান সিজার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সহ-সভাপতি সোহেল আহম্মেদ মালিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের হারানো গণতন্ত্র পুরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে সর্বাগ্রে স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা সরকারের কারাগার থেকে মুক্ত করতে হবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের ডাকে গণমানুষের সার্বিক ঐক্য ও গণ আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জনান। জেলা নবীন দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি পিনু, প্রচার সম্পাদক উজ্জ্বল মল্লিক, দফতর সম্পাদক মামুন উর-রশিদ টনিক, মৎস্য বিষয়ক সম্পাদক সোহেল রানা, সদস্য মো. শাহাবুদ্দিন, মো. টুটুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজিব, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক, দর্শনা পৌর যুবদলের সদস্য নাসির উদ্দীন হাসু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইমরান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছাব্বির হোসেন, জেলা নবীন দলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, কাজল হোসেন, নাঈমুর রহমান, হাসান গাজী, সাইদুর রহমান, সিহাব উদ্দীন, আজিজুল ইসলাম সোহাগ, তৌহিদুল ইসলাম, ইয়াদুল ইসলাম, হারেজ মেম্বার, জেলা নবীন দলের সদস্য আবু হোসেন, জিয়াউর রহমান, জয় আলী, জাহিদুল ইসলাম, কিবরিয়া, মিজানুর রহমান, মনির হোসেন, আয়ুব আলী, ইউসুফ আলী, আব্দুর রশিদ, রাজু আহম্মেদ পিন্টু, বিল্লাল হোসেন, মিনাজুল ইসলাম, তুহিন, রকিবুল ইসলাম, চঞ্চল হাসান, রুহুল আমিন, আক্তার আলী, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আব্দুল ওহাব।

Comments (0)
Add Comment