চুয়াডাঙ্গায় ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনকালে জেলা প্রশাসক

ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে দেশের বেকার যুবকেরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করেছে সদর উপজেলা পরিষদ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা যুব উন্নয়নের ব্যবস্থানায় ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ দিন পরপর ওই প্রশিক্ষণ দেয়া হবে।

গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় তিনি বলেন, বেকারত্ব দূর করতে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু চাকরির আশায় বসে থাকলে হবে না, প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। দেশের বেকারত্ব সমস্যাকে দূর করতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে বর্তমান সরকার। তাদের জন্য ঋণেরও ব্যবস্থা করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জাইকার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার আকতারুজ্জামান। মাসব্যাপী ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণে ২০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। মার্কেটিং ও গ্রাফিক্স সেকশনে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

 

Comments (0)
Add Comment