স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এই স্লোগানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার(অনূর্ধ্ব -১৪) প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের মাধ্যমিক স্তরের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়। সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন ও বাবুল মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম রকিব।