চুয়াডাঙ্গায় হাঁড়কাপানো শীত

স্টাফ রিপোর্টার: হাঁড়কাপানো শীতে চুয়াডাঙ্গায় থাকা দায় হয়ে পড়েছে, অথচ আবহাওয়া অধিদফতরের থার্মমিটারের পারদ নামছে না। তবে কি তাপমাপা ওই যন্ত্র শীতে থিতু হয়ে গেলো? না। আসলে তা নয়। শীতের তীব্রতা বাড়লেও ভূপরিম-লের শীতলতা গতকাল সোমাবার চুয়াডাঙ্গায় অবস্থিত আবহাওয়া অফিসে ভোর পর্যন্ত ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই ছিলো। স্থান ভেদে দু এক ডিগ্রি সেলসিয়াস কমবেশি হলেও প্রবাহমান শৈত্যপ্রবাহে যবুথবু অবস্থা। দিনে ঝলমলে রোদ, বিকেল থেকেই তীব্র শীত। এ পরিবেশ পেয়ে গ্রাম বাংলায় কুমড়ো বড়ি দেয়ারও ধুম পড়েছে। দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণেও তোড়জোড় শুরু হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভবনা রয়েছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্ততিত থাকতে পারে। ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য তাপমাত্রা বাড়তে পারে। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা রাজশাহীর বদলগাছীতে ১০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ চট্টগ্রামের সীতাকু-ে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় গতপরশুর তুলনায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৩ দশমিক ৩ ও সর্বনি¤œ কিছুটা হ্রাস পেয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যদিও আবহাওয়া অধিদফতরের চুয়াডাঙ্গাস্থ তাপমাপা যন্ত্রের দেয়া ফলাফলের চেয়ে অনেক বেশি শীত অনুভুত হচ্ছে বলে অনেকেরই অভিমত। যদিও তা অনুমান নির্ভর। উত্তর থেকে ধেয়ে আসা বাতাস শীতের তীব্রতা বাড়াচ্ছে ক্রমশ। অবশ্য গতকাল পর্যন্ত আবহওয়া অফিসের তরফে কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায়নি।

Comments (0)
Add Comment