চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার: নতুন পাসপোর্ট বিতরণ ও পাসপোর্ট নবায়ন সেবা দিতে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনসহ হয়রানির অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। গতকাল বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কয়েকজনকে আটক করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।  এর আগে গত ২ মাস পূর্বে সোহাগ নামে এক ভুক্তভোগী হয়রানির শিকার হয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আতাউর রহমান খানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে গতকাল দুপুর ১২টা থেকে দুদকের কয়েকজন সদস্য ছদ্মবেশে চুয়াডাঙ্গা আঞ্চলিত পাসপোর্ট অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আশেপাশে চায়ের দোকান ও কম্পিউটারের দোকানগুলো অভিযান চালায়। এসময় একটি কম্পিউটারের দোকান থেকে কয়েকজনকে আটক করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের নিকট নেয়া হয়। পরে তাদের কোনো সম্পৃক্ত না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক আতাউর রহমান খানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন এক ভুক্তোভোগী। এই অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আমরা সন্দেহভাজন দালাল হিসেবে আটক করলেও সম্পৃক্ত না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment