চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ : বাদ পড়েনি কেউ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুটি প্রতিদ্বন্দ্বি প্যানেলের নমিনেশন পত্র সংগ্রহ ও জমাদান সম্পন্ন হয়েছে। জমাকৃত নমিনেশন পত্রগুলো বাছাই শেষে গতকাল সোমবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। বাছাইয়ে কারও নমিনেশন বাতিল হয়নি। এবারের নির্বাচনে প্রাথমিকভাবে ৩টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত দুটি প্রতিদ্বন্দ্বি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের নমিনেশন পত্র জমা দিয়েছিলো। প্রতিদ্বন্দ্বি দুটি প্যানেল হলো হুমায়ুন কবীর মালিক-রফিকুল ইসলাম লাড্ডু-মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গন বাঁচাও পরিষদ ও ক্রীড়া উন্নয়ন পরিষদ। ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতৃত্বে আছেন হাজি ইয়াকুব হোসেন মালিক, নঈম হাসান জোয়ার্দ্দার ও মাহবুল ইসলাম সেলিম।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি আমজাদ হোসেন জানান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু নেতৃত্বাধীন হুমায়ুন-লাড্ডু-অনিক পরিষদে ২৭ জন ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বাধীন ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষে যে ২৪টি নমেনেশন জমা পড়েছিলো তার সবগুলোই বৈধ হয়েছে। নমিনেশন পত্রগুলো বাছাই শেষে বৈধ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। বাদ পড়েনি কেউ। আজ মঙ্গলবার ও কাল বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।

 

Comments (0)
Add Comment