চুয়াডাঙ্গা বারের সদস্য অ্যাড. মোসলেম উদ্দীনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মসলেম উদ্দীনকে (২) পেশাগত অসদাচরণ, বিভ্রান্তি সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগে আদালতসমূহে পেশাগত দায়িত্ব পালন করা থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তিন দিনের  মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। গত ৩১ মার্চ জেলা আইনজীবীর সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোসলেম উদ্দীনের (২) বিরুদ্ধে পেশাগত অসদারচরণ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও ষড়যন্ত্র করার জন্য কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা ম্যাজিস্ট্রেট আদালতের অধীন সকল আদালতসমূহে সকল প্রকার দায়িত্ব পালন করা থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। কেনো তার বিরুদ্ধে স্থায়ীভাবে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য পদ বাতিল করা হবে না সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অ্যাড. মোসলেম উদ্দীনকে (২) নির্দেশ দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment