চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরিক্ষাগার অভিযান পরিচালিত

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত এ অভিযান চলমান ছিল। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল। এসময় বিভিন্ন খাদ্যের দোকানে খাদ্য নিয়ে ল্যাবের মাধ্যমে পরিক্ষা করা হয়। ৬টি খাদ্যের দোকানের খাদ্য নিয়ে পরিক্ষা করার পর চা মুদির দোকানের প্রপাইটর চাঁনের দোকানের মধু ভেজালের নমুনা পায়।তবে এই ধরনের ভেজাল মধু বিক্রি থেকে সাবধান করে দেয় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অফিসার।উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা আক্তার,ল্যাব টেকনিক্যাল অফিসার জুরাইজ আহমেদ,নমুনা সংগ্রহকারী নাসের উদ্দিন।