জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর শহরের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেসার্স ভাই ভাই স্টোর, ও মেসার্স ব্রাদার্স স্টোরে অভিযান চালানো হয়। এ সময় আমদানিকারকের ট্যাগ ও মূল্য বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান ২ ব্যবসায়ীকে পূর্বে সতর্ক করা স্বত্তেও আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের কাছ থেকে জরিমানা করা হয়। অভিযানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক। সহযোগিতা করেন মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি দল।

Comments (0)
Add Comment