জীবননগরের বাঁকা ইউনিয়ন বহিষ্কৃত বিএনপি নেতা বাশার সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে উধাও

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল বাশারের (৫৮) বিরুদ্ধে সাবেক এক সেনা সদস্যর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সেনা সদস্য কাশেম আলী বাদী হয়ে আবুল বাশার ও সুমন নামের একজনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার সাবেক সেনা সদস্য কাশেম আলীর স্ত্রী রোকেয়া বেগমের (৩৫) সাথে বাঁকা ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাবেক বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য আলিপুর গ্রামের মৃত গরীব হোসেনের ছেলে আবুল বাশার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি সাবেক সেনা সদস্য জানার পর একাধিকবার আবুল বাশারকে নিষেধ করা সত্ত্বেও তিনি কোনো প্রকার কর্ণপাত করেননি। অবশেষে গতকাল সকালে একটি মাইক্রোবাস নিয়ে ও বাঁকা গ্রামের সুমনকে সাথে নিয়ে আবুল বাসার সেনা সদস্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেছে। সাবেক সেনা সদস্য কাশেম আলী অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে ফুসলিয়ে আবুল বাশার নিয়ে গেছে তার সাথে আমার রিটায়ার্ড করা নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি সোনার গহনা ছিল সেগুলোও সাথে করে নিয়ে গেছে। এগুলো ফেরত পেতেই আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তথ্যনুসন্ধানে জানা গেছে বিএনপি নেতা আবুল বাশার বাঁকা ইউনিয়নে সার কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তার সাধারণ সম্পাদক পদ হারায়। সেই থেকে তিনি পদবিহীন নেতা হিসেবে পরিচিত লাভ করেন। এবার আবার নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আবুল বাশারের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, আবুল বাশারের বিরুদ্ধে এক সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।