জীবননগরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্য তালিকা ছাড়াও বেশি মূল্যে সার বিক্রি, সার ক্রয়কারীকে ক্যাশ মেমো না দেয়াসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা শহরে ও হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে হাসাদাহ বাজারে বিসিআইসি সার ডিলার রাসেল এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মানিক ট্রাজার্সের স্বত্বাধিকারী নুর ইসলামের ছেলে অনিককে ৫ হাজার টাকা, খালেক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও জীবননগর শহরের কালীগঞ্জ রোডে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। কোনো ক্রেতার নিকট থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Comments (0)
Add Comment