জীবননগর থানা থেকে মর্টার সেল উদ্ধার : বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জীবননগর ব্যূরো: চুয়াডাঙ্গা জীবননগর থানা চত্বরে মাটি খোঁড়ার সময় যুদ্ধকালীন সময়ের একটি মর্টারশেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম জীবননগর থানায় উপস্থিত হয়ে এ মর্টারশেলটি উদ্ধার করে। পরে সেটি বিস্ফোরণ করা হয়।

জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জীবননগর থানার পুরাতন স্টাফ কোয়ার্টার ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে লেবাররা মাটি খোঁড়ার কাজ করছিলো। তারা মাটির নিচে মর্টারশেলের সদৃশ বস্তু দেখতে পেয়ে আমাকে জানায়। আমি পরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাই। তিনি বলেন, দুপুরে যশোর থেকে সেনাবাহিনীর একটি টিম এসে মর্টারশেলটি উদ্ধার করে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, এই মটারশেলটি ১৯৭১ সালে যুদ্ধের সময়কার হবে। জীবননগর পৌরসভার ইসলামপুর হ্যালিপ্যাড নামক স্থানে আমরা সেটি বিস্ফোরণ করেছি। এ সময় দামুড়হুদা-জীবননগর থানার সার্কেল সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment