জেমসের কনসার্ট মেহেরপুরে: অনুমতি না মেলায় অনিশ্চয়তায় সাংস্কৃতিক আয়োজন

মেহেরপুর অফিস: আগামী ১০ অক্টোবর মেহেরপুরে সূর্য ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে আসার কথা রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, নগর বাউল খ্যাত জেমসের। অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হলেও অনুমোদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে অনুষ্ঠান ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক অঙ্গনে।

মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও সেখানে বাঁধা থাকার কারণে বিকল্প হিসেবে গোভিপুর মাঠের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। টিকিটের মূল্য তিন ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে— গ্যালারির জন্য ৩৯৯ টাকা, ফ্লোরের জন্য ৪৯৯ টাকা এবং ভিআইপির জন্য ১,০০০ টাকা।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো এ কনসার্টের কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। এতে অনুষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আয়োজকদের অর্থের উৎস নিয়েও নানান গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সরকারি কলেজ চত্বরের ভেতরে টিকিট বিক্রি নিয়েও সচেতন মহলে সমালোচনা হচ্ছে।

একটি মহল অভিযোগ করেছে, “গানের আয়োজনের নামে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে।” তাই প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন বলে মনে করছে তারা।

এদিকে, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়া এমন আয়োজন নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোন অনুষ্ঠানের অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি।

এ বিষয়ে সূর্য ক্লাবের সভাপতি নাহিদ মাহমুদ সানি জানান, “সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ করতেই এ আয়োজন করা হচ্ছে। ১৬ দিন আগে আমরা অনুমতির জন্য আবেদন করেছি। কিন্তু আমাদের আবেদনের প্রতিবেদন এখনো ডিসি ও এসপি স্যারের কাছে পৌঁছায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

তবে জেমসের আগমন ঘিরে তরুণ সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে প্রয়োজনীয় অনুমতি ছাড়া আয়োজন সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।