টাকা জমা দিতে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় নারী

আলমডাঙ্গা ব্যুরো: টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় নারী। এ ঘটনায় বেরিয়ে এসেছে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার কতিপয় কর্মকর্তার দায়িত্ব পালনে চরম অনীহার। দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এ ব্যাংকের সিসিটিভি ক্যামেরা নষ্ট রয়েছে।
আলমডাঙ্গা স্টেশনপাড়ার লিটন মিয়া দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায়। তার দুরাবস্থায় দুবেলা ভাতের পাশাপাশি শারীরিক অসুস্থতার ওষুধ কেনা দুষ্কর হয়ে পড়েছে। এরই মাঝে গতকাল ১২ ডিসেম্বর আত্মীয় স্বজনের সহযোগিতার ১ লাখ টাকা লিটন মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় জমা দিতে যান। টাকা জমা নেয়ার দায়িত্বে থাকা কর্মকর্তা রাবেয়া খাতুনকে একটি ফর্ম হাতে ধরিয়ে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পাঠিয়ে দেন। রাবেয়া খাতুন জানান, ওই অফিসারের দেখিয়ে দেয়া ব্যক্তিকে আমি ফরমটা দিই। ফরম পূরণ করে দিয়ে তিনি জমা দিতে যাওয়া পুরো টাকা নিজের হাতে নিয়ে সটকে পড়েন। পরে রাবেয়া খাতুন উপায়ান্তর না পেয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে সব খুলে বলেন। ম্যানেজার সব শুনলেও ঘটনার কোনো সুরাহা করেননি।
সরেজমিন ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকে যথারীতি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে তা দীর্ঘ কয়েক মাস ধরে নষ্ট। সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক এইচ এম আব্দুল আওয়াল বলেন, ওই মহিলা ব্যাংকের কোনো স্টাফের হাতে টাকা দেননি। কার কাছে দিয়েছেন তাও জানা যাচ্ছে না। আমি অল্পদিন ব্যাংকের এই শাখায় যোগ দিয়েছি। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা কেন মাসের পর মাস নষ্ট রয়েছে? এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

 

Comments (0)
Add Comment