দর্শনা পৌর মেয়র মতিয়ারকে লিভার দিলেন রোজী

ভারতের দিল্লীর এ্যাপোলো হাসপাতালে লিভার স্থাপনে অস্ত্রপচার

দর্শনা অফিস: স্বামীকে সুন্দর পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রাখতে শরীরের মূল্যবান অঙ্গ দিলেন স্ত্রী। নিজের একটি লিভার স্বামীকে দিয়ে দৃষ্টান্ত সৃস্টি করলেন রোজী রহমান। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের দেহে স্ত্রী রোজী রহমানের দেয়া লিভার প্রতিস্থাপনে শুরু হয়ে অন্ত্রপচার। সফল অস্ত্রপচারসহ মতিয়ার রহমান ও রোজী রহমানের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ভাই আতিয়ার রহমান হাবু। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বেশ কিছুদিন লিভার জনিত রোগে ভুগছিলেন। অবশেষে তার দেহে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। স্বামীকে বাচাতে দেহের গুরুত্ব পূর্ণ অঙ্গ নিজের লিভার দিতে ইচ্ছাপোষন করেন স্ত্রী রোজী রহমান। যেমন কথা তেমন কাজ করেই দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়রের সহধর্মিনী। দর্শনা পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক, নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বিমান যোগে ভারতের দিল্লী যান মেয়র মতিয়ার রহমান ও স্ত্রী রোজিনা রহমান রোজী সহ পরিবারের কয়েকজন। ওই দিনই দিল্লীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মেয়র দম্পতিকে। অবশেষে গতকাল বৃহস্প্রতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালের চিকিৎসক নীরব গোয়েলের তত্বাবধায়নে রোজী রহমানের সফল অস্ত্রপচারের মাধ্যমে লিভার নিয়ে ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মেয়র মতিয়ার রহমানের দেহে প্রতিস্থাপনে শুরু হয়েছে অস্ত্রপচার। আরিফ জানান, প্রায় ১৭ ঘণ্টাব্যাপি এ অস্ত্রপচার সফল হলে মতিয়ার রহমানকে আমরা ফিরে পাবো আগের মতো ইনশাল্লাহ। মতিয়ার রহমান ও রোজী রহমানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আতিয়ার রহমান হাবু।

 

Comments (0)
Add Comment