দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

দামুড়হুদা অফিসঃ মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে
দর্শনা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো নজরুল ইসলাম সরকারের
নির্দেশে মাস্ক পরিধান নিশ্চিতকরণে দর্শনা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম দামুড়হুদা উপজেলা  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এসময় মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০সালের ১৮৮ধারা (সরকারি কর্মচারী কতৃক আইনসঙ্গতভাবে জারীকৃত আদেশ) অমান্য করার আপরাধে অভিযুক্ত ৩জন ব্যক্তিকে ৮’শ টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিলারা রহমান। আদালতে দন্ডপ্রাপ্ত অভিযুক্তরা তাদের উপর অর্পিত জরিমানার অর্থ নগদে পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি, দর্শনা থানার পুলিশ সদস্যবৃন্দ।
Comments (0)
Add Comment