দামুড়হুদার নাটুদাহ বোয়ালমারি সড়কে দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারি সড়কে দিনেদুপুরে থাইফুডের সেলসম্যানের গায়ে ছুরি ঠেকিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এবিষয়ে নাটুদাহ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। অভিযোগে জানাগেছে, বুধবার সকাল ১০ টার দিকে থাইফুডের সেলসম্যান মুজিবনগরের সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাব্বির (১৯) ভ্যান বোঝায় মালামাল নিয়ে মুজিবনগর থেকে রওনা হয়ে মহাজনপুরের দিকে যাচ্ছিলো। এসময় বোয়ালমারি সড়কে পৌছালে ৫ জন যু্বক তার গতিরোধ করে। একপর্যায়ে রাস্তার উপর থেকে ছুরি দেখিয়ে সেলসম্যান সাব্বিরকে মাঠে নিয়ে যায় জোরপূর্বক। মাঠের ভিতর সেলসম্যান সাব্বিরের জামা ছুরি দিয়ে কেটে দেয়। পরে সাব্বিরের কাছে থাকা প্রায় সাড়ে ৫ হাজার টাকা ছিনতাই করে  ছিনতাইকারিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাটুদাহ ফাঁড়ি পুলিশ সদস্যরা। এবিষয়ে সাব্বির অভিযোগ করে বলেন, সকাল ১০ টার দিকে বোয়ালমারি সড়কে মালামাল বোঝায় ভ্যান নিয়ে মহাজনপুর পুরের দিকে যাচ্ছিলাম। এসময় রাস্তার উপরে ৫ জন যুবক গতিরোধ করে আমাকে ছুরি দেখিয়ে মাঠের ভিতর নিয়ে যায়। এসময় ছুরি দিয়ে আমার জামা কেটে দেয়। পরে আমার কাছে থাকা প্রায় সাড়ে ৫ হাজার টাকা কেড়ে নেয়। এবিষয়ে নাটুদাহ ফাঁড়ির আইসি এসআই এসএম আল মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।

Comments (0)
Add Comment