দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার ওসি মো হুমায়ুন কবীর, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়েত ইসলামির আমীর নায়েব আলী, সহ সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক আজারুল ইসলাম সোহান প্রমুখ। মাসিক সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত বিভিন্ন উঠতি বয়সী ছেলে মেয়েদের রাত ৮টার পরে বাইরে অযথা ঘোরাফেরা বন্ধ করা। চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা। রাতের আধারে ফসলি জমির মাটি কাটা রোধে চিহ্নিত ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। স্কুল-কলেজে সময়মত পাঠদান হচ্ছে কিনা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে আনার জন্য নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করা। বাল্যবিবাহ রোধে ইমাম এবং কাজীদের সচেতন করাসহ সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরা চালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।