চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, মৃত ইছাহক আলীর বড় ছেলে আক্তারুজ্জামান (৫০) বাড়িতে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে বিচালী কাটছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই আলম হোসেন (৪০)। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাদের দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।