দামুড়হুদা সদর ইউনিয়নের খসড়া বাজেট ঘোষণা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মো: হযরত আলীর সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম উদ্দিন। আগামী অর্থ বছরের খসড়া বাজেটে মোটরাজস্ব আয় ধরা হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ২৭০ টাকা ও উদ্বৃত্ব সহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ২৭০ টাকা। আগামী অর্থ বছরে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা, রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল ইসলাম, লিয়াকত আলী জোয়ার্দার, জাহিদুল ইসলাম, হাসান আলী, মতিয়ার রহমান, সামসুল ইসলামসহ সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।