দুর্ঘটনা : ছেলে ও জামাইয়ের সামনে লাশ হলেন মধ্যবয়সী

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে শিশুপুত্রের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহসান বিশ্বাস (৫৫) নামে এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার বেলগাছি মালিথাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
গ্রামবাসীরা জানান, কুষ্টিয়া ট- ১১-৩০৮৬ নামক ১০ চাকার একটি বড় ট্রাক বিকেলে কুষ্টিয়া থেকে বালি নিয়ে আলমডাঙ্গার খাসকররায় নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে বেলগাছি মালিথাপাড়ায় ট্রাকটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলচালক আহসান বিশ্বাস ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ট্রাকটি আলমডাঙ্গার দিকে পালিয়ে আসার সময় হাউসপুর থেকে আটক করে ভাংচুর করে এলাকাবাসী। আটক করা হয় ট্রাকটির হেলপার কুষ্টিয়ার জুগিয়ার আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম (২৫) ও ড্রাইভার একই গ্রামের সাদেক আলীর ছেলে রাজুকে (৩৮)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটক করা হয়েছে হেলপার ও ড্রাইভারকে।
স্থানীয়রা জানান, নিহত আহসান বিশ্বাস তার ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে সাইকেল কিনে দিতে আলমডাঙ্গা শহরে এসেছিলেন। সাইকেল কিনে ছেলে ও জামাইকে সাথে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ওই সময় ছেলে ও জামাইয়ের সামনেই আহসান বিশ্বাসকে পিষ্ট করে ঘাতক ট্রাকের চাকা। গ্রামবাসী দাবি করে, দুর্ঘটনার সময় ভাঙা রাস্তায় দ্রুতগতিতে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকের চালক রাজু ও হেলপার সেলিমকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহার রিপোর্ট শেষে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment