দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ওয়ার্কার্সপার্টির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ককরেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলির সদস্য কমরেড মামুন অর রশিদ, কমরেড জামাত আলী, কমরেড ওয়াহেদ আলী, জেলা কমিটির সদস্য দাউদ হোসেন, মঈন উদ্দীন, আমিন উদ্দীন, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, নবীছদ্দিন, কৃষক নেতা আশকার আলী, আব্দুস সামাদ, লাল্টু, আবুল কাশেম, যুবনেতা আবু সিদ্দিক আলী, আক্তারুজ্জামান, নারীমুক্ত সংসদের নেত্রী দেলোয়ারা খাতুন, কদবানু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকার বৈষম্যের মাথাপিছু আয় নির্ধারন করেছে। একজন রিকশা চালকের মাথাপিছু আয় ও সালমান এফ রহমান’র মাথা পিছু আয় কখনও এক হতে পারে না। এটা শুভঙ্করের ফাঁকি। সরকারের উদ্দেশে বলেন, এই সরকারের মন্ত্রী পরিষদেই ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে তাদের চিহিৃত করে শাস্তির আওতায় আনতে হবে। রমজানকে সামনে রেখে সিন্ডিকেট গড়ে উঠেছে। চাল, ডাল, তেলের দাম কমিয়ে দেও কমাতে হবে।

Comments (0)
Add Comment