পুলিশকে মানবিক পুলিশে পরিণত হতে হবে

মেহেরপুরে কল্যাণ সভায় ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন

মেহেরপুর অফিস: বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশে পরিণত হতে হবে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশকে এ নির্দেশ দেন। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম ও সার্কেল অপু সরোয়ার। এছাড়া অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় উপপরিদর্শক (এসআই) সহকারী উপপরিদর্শক ও কনষ্টাবলবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ লাইনে আয়োজিত পুলিশ প্যারেড পরিদর্শন করেন তিনি। ডি আই জি ড.খ. মহিদ উদ্দিন মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশ সুপার রাফিউল আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে তিনি সদর থানা, রিজার্ভ অফিস ও বিকালে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

Comments (0)
Add Comment