বর্তমান চেয়ারম্যান সব বাদ : গাংনীর ৫ ইউনিয়নে আ.লীগের নতুন মুখ

গাংনী প্রতিনিধি: নানা জল্পনা-কল্পনা আর বহু সমিকরণ ছাপিয়ে গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা। বর্তমান চেয়ারম্যানদের কেউই মনোনয়ন পাননি।
জানা গেছে, কাথুলী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলজার হোসেন, সাহারবাটি ইউনিয়নে আ.লীগ নেতা মশিউর রহমান, তেঁতুলবাড়ীয়া ইউপিতে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মটমুড়া ইউপিতে ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল হাসেম এবং বামন্দী ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কোমল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন অর্থাৎ নৌকা প্রতীক পেয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনোনয়ন প্রাপ্তির বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে যাদের নাম সুপারিশ করে উপজেলা, জেলা ও কেন্দ্রে পাঠানো হয়েছিলো সেই তালিকার ভিত্তিতে মনোনয়ন প্রদান করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
কাথুলী ইউনিয়নে মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নে গোলাম ফারুক ও বামন্দীতে শহিদুল ইসলাম বিশ^াস গেলো নির্বাচেন দলীয় প্রতীক নৌকা নিয়ে জয়লাভ করেছিলেন। নৌকা প্রতীক নিয়ে পরাজয় বরণ করেছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন আর মটমুড়া ইউনিয়নে আবুল হাসেম। তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম আর মটমুড়া ইউনিয়নে যুবলীগ দলীয় সুত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব মূলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের হাতে। কাজেই তাদেরকে মূল্যয়ন করার উদ্দেশ্যেই চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল এ নির্বাচনে অংশ গ্রহণ করার সম্ভাবনা কম। অপরদিকে বর্তমান চেয়ারম্যানদের কেউ মনোনয়ন পাননি। ফলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে আওয়ামী লীগে। মনোনয়ন প্রাপ্তির আন্দনে যেমনি ভাসছেন প্রার্থীদের সমর্থকরা তেমনি বিদ্রোহী প্রার্থী নিয়েও এখনই জোর আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কে কোন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তা দেখার অপেক্ষায় গাংনীর মানুষ।

Comments (0)
Add Comment