বিজিবির অভিযানে কার্পাসডাঙ্গায় চুলের বস্তার ভেতর থেকে হেরোইন উদ্ধার

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বিজিবির মাদকবিরোধী অভিযানে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে চুলের বস্তার ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বিজিবি। বিজিবির এক প্রেস নোটিশে জানাগেছে, গতকাল বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কার্পাসডাঙ্গা মুচির বটতলা খ্রিস্টান কবরস্তানের উত্তর পার্শ্বে আম বাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনাকালে টহলদল আম বাগানের মধ্যে একটি পরিত্যাক্ত প্লাস্টিকের বস্তা দেখতে পায়। টহলদল বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে। পরবর্তীতে টহলদল জব্দকৃত প্লাস্টিকের বস্তাটি খুললে বস্তার ভেতর অব্যবহৃত মাথার চুলের মধ্যে একটি প্যাকেটের ভেতর থেকে ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে হাবিলদার জামাল হোসেন বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

Comments (0)
Add Comment