বৃষ্টিতে বেড়েছে সাপের উপদ্রপ : চুয়াডাঙ্গায় একদিনে সাপের কামড়ে তিনজন হাসপাতালে

স্টাফ রিপোর্টার: বর্ষার আগমনীতে চুয়াডাঙ্গায় বেড়েছে সাপের উপদ্রপ। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত সাপের কামড়ে তিনজন আহতের ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের আরজুল্লাহ’র ছেলে আলমগীর হোসেন (২০), আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত ইমরাজ আলীর ছেলে ইজারত (৬০), একই উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর ব্রিজমোড় এলাকার মৃত তৈয়ব আলী মল্লিক। আহতদের পারিবারের সদস্যরা জানায়, পৃথকস্থানে তিনজনই মাঠে কৃষি কাজের সময় সাপের কামড়ে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে গতকাল রাতেই ইজারত আলীকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, সকাল থেকে রাত পর্যন্ত সাপের কামড়ে আহত হয়ে তিনজন ভর্তি হয়েছে। একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকিরা শঙ্কামুক্ত।

Comments (0)
Add Comment