বেশী দামে সার বিক্রি : ডিলার ম্যানেজারকে অর্থদণ্ড

জীবননগর ব্যুরো: সরকারি মূল্য ছাড়া বেশী দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে জীবননগর বিসিআইসি’র একজন সার ডিলারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম মুনিম লিংকন অভিযোগের সত্যতা পেয়ে মোল্লা ট্রেডার্সের ম্যানেজার আনোয়ার হোসেনকে এ অর্থদ-ের আদেশ প্রদানসহ তাকে সতর্ক করেন।

সরকারি মূল্যের থেকে বেশী দামে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত শহরের দত্তনগর সড়কে অবস্থিত বিসিআইসি সার ডিলার মোল্লা ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এসএম মুনিম লিংকন অভিযোগের সত্যতা খুঁজে পান। তিনি দেখেন তিউনেশিয়ার ডিএপি সার প্রতি বস্তার সরকারি বিক্রি মূল্য ১০৮০ টাকা। সেখানে মোল্লা ট্রেডার্সের ম্যানেজার আনোয়ার হোসেন ১ হাজার ৩৫০ টাকা মূল্যে এ সার বিক্রি করেন। অভিযোগের সত্যতা পেয়ে ম্যানেজার আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ডসহ ভবিষ্যতে এ ধরণের অপরাধ করা থেকে বিরত থাকতে সতর্ক করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারসহ পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন।

Comments (0)
Add Comment