মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের কালিগঞ্জ- জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে ২জন ব্যক্তি স্বর্ণ বহন করে ভারত সীমান্ত দিয়ে পাচার হবে এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবি শনিবার বিকালে ৪. ৩৫ ঘটিকায় সময় বিশেষ টহল দল বের করে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী বাজারস্থ মোঃ তৌফিকুর রহমান মিঠুর ফলের আড়তের পাশে গোপনে অবস্থান নেয়। কাকিলাদাড়ী নামক স্থানে হাজী ডিলাক্স বাসটি আসলে বাস থামিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহের জেলা কালিগঞ্জ থানার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস(২৫) এবং কোটচাদপুর থানার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রণজিৎ বিশ্বাস(২৫)কে আটক করে। সৌরভ বিশ্বাসের কাছ থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয় । যার ওজন ২কেজি ৩৩১.৭৯ গ্রাম। জব্দকৃত স্বণের সিজার মূল্য ৩কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭শত ৭৬ টাকা। এছাড়া উক্ত অভিযানে ২টি মোবাইল ফোন ১টি মোটরসাইকেল উদ্বার করা হয়। আটককৃত স্বণ ও মোবাইল ফোন এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ৩ কোটি ৭১ লক্ষ ২০ হাজার ৭শত ৭৬ টাকা। উক্ত আসামীদের মোবাইল ফোন এবং মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৫৮ বিজিবি লেঃ কর্ণেল রফিকুল আলম ৮৫- বিজিবি সদরদপ্তরে প্রেস ব্রিফিং মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে উক্ত অভিযানে কথা বর্ণনা করেন।