মহেশপুরে ভারত থেকে অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জন আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর বাড়ছে করোনা আতঙ্ক, থামছে না পার্শ্ববর্তী ভারত থেকে অনুপ্রবেশকারী। মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল সোমবার সকালে ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাঙ্গা, খোসালপুর, লড়াইঘাট ও মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার গুনারী গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে মুসলিম গাজী (৩৭), মাদারিপুর জেলার রাজৈর থানার গুশালকান্দি গ্রামের ইউসুফ বয়াতির ছেলে রাজিব হাসান (২৫), গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিরগর গ্রামের ননী গোপালের ছেলে ভজন (৩৪), ঢাকা জেলার উত্তর বাড্ডার আলী আহম্মদের ছেলে আমিন (৩৮) ও পারপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের সাদের ম-লের ছেলে শফিকুল ম-লকে (৩৭)। এছাড়া বাংলাদেশ হতে ভারতে গমনকালে বান্দরবান জেলার সদর থানার দোয়াছড়ি গ্রামের জাফরের ছেলে রফিক (৩১), রফিকের স্ত্রী ফাতেমা আক্তার (২৭) ও তাদের ৩ শিশু সন্তানকে আটক করে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে আটককৃত ২৭ জন অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ফলে এ জেলায় আতঙ্ক বিরাজ করছে।

Comments (0)
Add Comment