মহেশপুর সীমান্তে সাত মাসে ৩০ কোটি টাকার মাদক-অস্ত্র জব্দ : ১৮ ভারতীয় আটক

স্টাফ রিপোর্টার: গত ৭ মাসে ঝিনাইদহে ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার মাদক, অস্ত্র ও সোনা জব্দ করেছে বিজিবি। এছাড়া অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে সীমান্ত এলাকা থেকে ১৮ ভারতীয়সহ দুই হাজার ১৬৮ জনকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি বাড়িয়ে মহেশপুর ৫৮ বিজিবি এ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক হাজার ১৩৮ জন এবং ভারত থেকে আসার সময় ৯৭৯ জন অনুপ্রবেশকারীদের আটক করে। তাদের মধ্যে ১৮ জন ভারতীয়। এছাড়া মানবপাচারে জড়িত সন্দেহে ৩৩ দালালকে আটক করা হয়। এরমধ্যে শংকর অধিকারী নামে একজন ভারতীয় পাচারকারীও রয়েছেন। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, মহেশপুর ৫৮ বিজিবি চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার ৯২০ বোতল বিদেশি মদ, ৯ হাজার ৫১৭ বোতল ফেনসিডিল, ৬৮ কেজি গাঁজা, ৪৫ হাজারের বেশি ইয়াবা, ৫ কেজি ১১ গ্রাম কোকেন, ৬ কেজি ৪০৫ গ্রাম হেরোইন এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি ১৩ লাখ টাকা। তিনি আরও জানান, ২০২৫ সালের ১৭ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত পাঁচটি পৃথক অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬৫৪ গ্রাম সোনা আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি দেশি ওয়ান-শুটার গান এবং ১৪ রাউন্ড গুলি। অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল, থ্রি-পিস, চায়না জাল ও মদ উদ্ধার এবং দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।