মেহেরপুরে আরও ১২জন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় তিনজন, গাংনী উপজেলার আটজন ও মুজিবনগর উপজেলায় একজন আছেন। এনিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৫৯টি (এন্টিজেন টেস্ট ৩৭টি, জীন এক্সপার্ট-৩, আরটিপিসিআর-১৯ টি) নমুনা পরীক্ষা শেষে ১২টি করোনা রোগী চিহ্নিত হয়। এনিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ২৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৬৮ করোনা রোগী চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১০৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৪৭ জন ও মুজিবনগর উপজেলায় ৩৪ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৮৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৭ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৮৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫শ’ জন, গাংনী উপজেলায় ২৭১ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।

Comments (0)
Add Comment