মেহেরপুরে নতুন করে দুজন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও দুজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা ২৬ জন। নতুন আক্রান্ত দুজনের মধ্যে গাংনী ও মুজিবনগর উপজেলায় একজন করে বাসিন্দা রয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরও জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ২১টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে দুজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্ব মোট ৯০৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৯৫ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫০ জন, গাংনী উপজেলায় ২৫৩ জন ও মুজিবনগর উপজেলায় ৯২ জন রয়েছেন। এছাড়া বাকি চিকিৎসাধীন ২৬ জনের মধ্যে সদরে ১১ জন, গাংনী উপজেলায় ১০ জন ও মুজিবনগর উপজেলায় পাঁচ জন রয়েছেন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ছয়জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

Comments (0)
Add Comment