মেহেরপুরে বালু ব্যবসায়ী দবিরর ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মেহেরপুর অফিস:
ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পরিবেশ বিপর্যয় ঘটানোর অপরাধে মেহেরপুরে দবির উদ্দীন নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাক আর্থিক দণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাইনুন্দিন।
অর্থ দণ্ডিত দবির উদ্দীন পিরোজপুর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পুকুর খনন করে বালু বিক্রি করছে দবির হোসেনসহ কয়েকজন। এতে আশেপাশের জমি ধ্বসের আশংকা দেখা দেয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামসহ দবির উদ্দীনকে আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানা পরিশোধ ও ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকার মুচলেকারয় দবির উদ্দীনকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত।

Comments (0)
Add Comment