আমঝুপি প্রতিনিধি:মেহেরপুর জেলায় তীব্র শীতের পাশাপাশি হিমেল হাওয়া বইছে। এতে করে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষ ঠান্ডার প্রভাবে ঘর থেকে বের হতে পারছে না, এতে তাদের আয়ের পথও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কঠিন পরিস্থিতিতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুর ইমপ্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। কম্বল বিতরণ কার্যক্রমে আরও বক্তব্য রাখেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মুজিবনগর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সোহেল আহাম্মদ।
সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে শীতার্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।