মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর ড.এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, এস, এম রফিকুল হাসান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ,ডা. শাহারিয়া শায়লা জাহান তত্ত্বাবধায়ক, জেনারেল হাসপাতাল। নির্বাহী প্রকৌশলি মো. সাখাওয়াত হোসেন, সড়ক ও জনপদ বিভাগ উপ-সহকারী প্রকৌশলী, প্রফেসর মুহা: আবদুল্লাহ আল আমিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মেহেরপুর সরকারি মহিলা কলেজ।, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, মিজানুর রহমান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মো. সহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম , মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন , জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান কৃষি বিপনন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আকতার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শামীম হোসেন, বি আর টি এ’র ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যু বিহারী নাথসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সকাল দশটা থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত কয়েকটি কমিটিং এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জেলা ইনোভেশন কমিটিসভা , জেলা আইসিটি কমিটিসভা, জেলা পরিবার পরিকল্পনা কমিটি সভা, জেলা কর্নধার কমিটি, জেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভায় বক্তব্য রাখেন।