মেহেরপুর জেলা কারাগারে বন্দিদের জন্য পানির ফিল্টার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও প্রবেশন কার্যালয়ের উদ্যোগে অপরাধী সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলা কারাগারে অবস্থানরত বন্দিদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার ও বিভিন্ন ধরনের ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, আবীর আনসারী, জেলার নিজামুদ্দিন, প্রবেশন কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক জেলখানা পরিদর্শন করেন এবং কারাগারের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এর আগে জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।