মেহেরপুর মহিলা কলেজে সদ্য ভর্তিকৃতদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মন মাতানো নানা আয়োজন আর নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত মনোমুগ্ধকর এই আয়োজনে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, কথা সাহিত্যিক রফিকুর রশীদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোজি উদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. গাজী রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম সোলায়মান আলী প্রমুখ।

পরে কলেজের নবীন ছাত্রীদের মুখে মিষ্টি তুলে দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে দীর্ঘ প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর স¤প্রতি সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই ঐতিহ্যবাহী মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণকে ঘিরে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে। কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে কলেজে প্রবেশ করে।

 

Comments (0)
Add Comment