যশোরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার দোষ স্বীকার তিনজনের

স্টাফ রিপোর্টার: যশোরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১৪ জনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেন ওই তিন আসামির জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে শুনানি শেষে অপর ১১ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত। এর আগে দুপুর দেড়টার দিকে এ মামলার ১৪ আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালত পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, এ মামলার তিন আসামি চৌগাছার বিশ্বাসপাড়ার মশিয়ার রহমানের ছেলে রিয়াদ, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভবানীপুর গ্রামের সাবদার রহমানের ছেলে শাহিনুর রহমান, যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়াজীর ছেলে রেজাউল করিম রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি ১১ আসামি হলো- যশোর মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাসুম করিম ও শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল কবির, একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে আরিফুজ্জামান, যশোর শহরের কাজীপাড়া মসজিদ এলাকার কামরুজ্জামানের ছেলে ওহেদুজ্জামান, যশোর সদর উপজেলার আরবপুর বাঁশবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ওহিদুল ইসলাম, যশোর শহরের বকচর হুশতলা এলাকার আবুল হোসেনের ছেলে আল শাহরিয়ার রোকন, যশোরের বেনাপোলের শাখারিপোতা এলাকার মুকুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন, যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের আসার আলীর ছেলে শরিফুল ইসলাম, যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার এসএমজি মুক্তাদিরের ছেলে এএসএম সাগর আজিজ, যশোর সদরের শেখহাটি হাইকোর্ট পাড়ার ফজর আলীর ছেলে নুর ইসলাম ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামখালি গ্রামের শহিদুল ইসলামের ছেলে অহেদুজ্জামান সাগর।

Comments (0)
Add Comment