রাস্তায় শাক শুকোতে দেয়া দুই কৃষককে অর্থদণ্ড

গাংনী প্রতিনিধি: মানুষ চলাচলের রাস্তায় লাল শাক শুকিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে আব্দুল হালিম ও আব্দুর রহমান নামের দুই কৃষককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আব্দুল হালিম গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে ও আব্দুর রহমান একই উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আবু শামা মণ্ডলের ছেলে। জনদুভোর্গ আইন ১৯৬০ এর ২৯১ ধারায় এ দু’কৃষককে পাঁচশ। গতকাল বুধবার বিকেলে সাহারবাটি-হিজলবাড়িয়া রাস্তা ও মালশাদহ-হিজলবাড়িয়া রাস্তায় এ অভিযান চালান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জানান, সাহারবাটি-হিজলবাড়িয়া রাস্তা ও মালশাদহ-হিজলবাড়িয়া রাস্তা পাকা রাস্তা দুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সা¤প্রতিক সময়ে এলাকার কৃষকরা লাল শাকের বীজ বের করার জন্য রাস্তাগুলোতে শুকোতে দেন। যার ফলে রাস্তাগুলোতে জনদুর্ভোগ বেড়েছে। রাস্তাগুলোতে এখন থেকে অভিযান পরিচালনা করা হবে।

Comments (0)
Add Comment