সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীকে ছুরিকাঘাতে জখমের অভিযোগ

সরোজগঞ্জ প্রতিনিধি: সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীকে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার নতুন ভা-ারদহ গ্রামের শাহিন আলীর বিরুদ্ধে। জখম ওহিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মুখে ভা-ারদহ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র্র ইউনিয়নের নতুন ভা-ারদহ গ্রামের সলিমুদ্দিন ওরফে ম-লের ছেলে শাহিন হোসেনের সাথে তার স্ত্রী হিরা খাতুনের কলহ দেখা দেয়। পারিবারিক কলহের জেরে তিতুদহ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে শাহিনকে তালাক দেন হিরা খাতুন। তালাকের পর হিরা খাতুন একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ওহিদুল ইসলামকে বিয়ে করেন। এ নিয়ে ওহিদুল ও শাহিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভ্যানযোগে সবজি নিয়ে বড়ভাই শহিদুলের সাথে ডাকবাংলা বাজারের উদ্দেশ্যে বের হন ওহিদুল ইসলাম। নতুন ভা-ারদহ থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে ওঠার মুখে ভ্যান থামিয়ে ওহিদুলকে ছুরিকাঘাত করেন শাহিন আলী। এ সময় ওহিদুলের ভাইসহ স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান তিনি। পরে ওহিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গ্রামবাসী জানিয়েছেন, স্ত্রী চলে যাওয়ার পর একমাত্র মেয়ে শাহিনা খাতুন (৯) গত ৩মাস ধরে পিতা শাহিনের কাছে ছিলো। চারদিন আগে মেয়ে শাহিনা তার মায়ের সাথে দেখা করতে গেলে তাকে রেখে দেয়। মেয়েকে কাছে না পেয়ে পাগলের মত গ্রামের বিভিন্ন স্থানে ঘুরতে থাকে শাহিন। এই রাগে শাহিন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন গ্রামের লোকজন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment