স্কুল-কলেজ খোলার দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্কুল কলেজ খোলার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর হল-ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জট, পরীক্ষা, ল্যাব-ক্লাস, চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া, অর্থনৈতিক সংকট এবং মোবাইল গেমসের প্রতি আসক্ত শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ব্যাপক হারে বৃদ্ধি করছে। কেউ কেউ আবার বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। তাই, শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে। তা নাহলে দেশজুড়ে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে। সর্বত্র অফিস-কারখানা-গণপরিবহনে ঘুরতে পারছেন। এ ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতি একেবারেই মেনে নেয়া যায় না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের ছাত্রী শ্যামলী খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সবুজ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেশকাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুমনসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে সমাপনী বক্তব্য প্রদান করেন তৌফিক শুভ।

 

Comments (0)
Add Comment