১৫ দিনের মধ্যে বর্ধিত অংশ অপসারণ না করলে ব্যবস্থা

বেদখল হওয়া চুয়াডাঙ্গা পৌরসভার রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার আইন না মেনে রাস্তা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কারণে চলাচলে বিঘœ ঘটায় অভিযান চালিয় পৌর কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়ার নেতৃত্বে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল এলাকা ও সিনেমা হল পাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার আইন অনুযায়ী রাস্তা থেকে তিন ফুট দুরত্বে বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে৷ যাদের যতটুকু অংশ তিন ফুটের মধ্যে রয়েছে সেই অংশ অপসারণ করা হচ্ছে। সেই অনুযায়ী গতকাল থেকে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শহরের সিনেমা হল পাড়ায় বকুলের বাড়ির বর্ধিত অংশ ও রাস্তায় রাখা বালি অপসারণের জন্য সময় দেয় ভ্রাম্যমাণ আদালত। ইমন স্টোরের দোকানের সামনে বসার বর্ধিত অংশ ভেঙ্গে অপসারণ করা হয়। অপর এক বাড়ির মালিককে ছাদের উপর স্থাপিত পাইপ থেকে পানি রাস্তায় পড়ে চলাচলের যাতে বিঘœ না ঘটে সর্তক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, পৌরসভার রাস্তা দখল করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা পৌরসভার রাস্তা উদ্ধারে নেমেছি। হাসপাতাল সড়কের উভয় পাশে বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয় ও কয়েকজন ভবন মালিককে তাদের বর্ধিত অংশ নিজ দায়িত্বে অপসারণ করে নেওয়ার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

Comments (0)
Add Comment