২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষে ফেরার পথে উত্ত্যক্তের শিকার

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে কিশোর গ্যাংয়ের উত্ত্যক্তের শিকার হয়েছে কয়েকজন ছাত্রী। এ ঘটনায় গতকাল দুপুরের দিকে স্থানীয় গড়াইটুপি ইউনিয়ন পরিষদে সালিসের মাধ্যমে মুচলেকা দিয়ে অভিযুক্তদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ও তেঘরী গ্রামের জনৈক কয়েকজন ছাত্রী বাড়ি ফিরছিলো। এ সময় ওই ছাত্রীরা গড়াইটুপি কমিউনিটি ক্লিনিকের নিকট পৌঁছুলে ছাত্রীদের ৪ জন কিশোর গ্যাং নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। পরে ওই ছাত্রীরা চিৎকার দিয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের মধ্যে এসে তেঘরী গ্রামের ফারুক হোসেন চাঁন মেম্বারকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় ৪ কিশোরকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাড়াগোদা গ্রামের মুসা আলীর ছেলে মাসুম হোসেন (১৩), মৃত বাবুল হোসেনের ছেলে সাফিন (১২), কালুপোল গ্রামের লিটনের ছেলে প্রান্ত (১৪) ও ওহির মিস্ত্রির ছেলে হাকিম আলী (১২)। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে সালিস বসে। সালিসে অভিযুক্ত কিশোরদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, ইউপি সদস্যবৃন্দ ও তিতুদহ ক্যাম্পের টুআইসি হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Comments (0)
Add Comment