৮ মামলার ওয়ারেন্টভূক্ত চুয়াডাঙ্গার আশা ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার আসাদুজ্জামান আশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসাদুজ্জামান আশা (৪৮) আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ায় বসবাস এবং হাসপাতাল সড়কে ওষুধ ব্যবসা করতেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, চেক জালিয়াতির একাধিক মামলার আসামি চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার আসাদুজ্জামান আশা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশা’র সন্ধান পেয়ে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে সদর থানার এসআই সঞ্জয় কুমার চক্রবর্তী, এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান আশাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসাদুজ্জামান আশা’র বিরুদ্ধে আলমডাঙ্গায় একটিসহ চুয়াডাঙ্গায় অন্তত ৮টি মামলা রয়েছে। সবগুলোই চেক জালিয়াতি। আসাদুজ্জামান আশা ওই মামলার একটিতে সাজাপ্রাপ্তসহ ৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত।

Comments (0)
Add Comment