আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের নিয়োগকে অবৈধ ঘোষণা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের নিয়োগকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদুর আমান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন।

জানাগেছে, ২০২০ সালের অক্টোবর মাসের বিগত কলেজ গভর্নিং বডির সদস্যরা আশুরা খাতুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ  দেন। তিনি ওই মাসের ১৮ তারিখে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউন নাহার ২০২১ সালের ২৬ জানুয়ারি ক্ষুদ্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ আশুরা খাতুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ অবৈধ ঘোষণা করেন।

Comments (0)
Add Comment