কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার সময় যুবক গ্রেফতার 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সই জাল করার সময় আটক হয়েছে হুদাপাড়া গ্রামের কলেজছাত্র আশিক। আশিক হুদাপাড়া গ্রামের আশান সর্দ্দারের ছেলে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, হুদাপাড়া গ্রামের দুইব্যক্তি দুটি জন্ম সনদের প্রতিলিপির জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করেন। তাদের দুজনের পক্ষে প্রতিলিপির জন্য আবেদনপত্রে চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সই জাল করে ইউনিয়ন পরিষদে আসেন আশিক। এসময় চেয়ারম্যান বিষয়টি বুঝতে পারেন। পরে তাকে আটক করে রাখা হয় পরিষদের অফিসকক্ষে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ইউনিয়ন পরিষদে এসে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এ বিষয়ে ইউপি সচিব মহি উদ্দিন জানান, জন্ম সনদের প্রতিলিপির আবেদনপত্রের জন্য দুজন ব্যক্তি আবেদন করেন। তাদের পক্ষ নিয়ে আশিক পরিষদে এসে প্রতিলিপির আবেদনে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সই জাল করে। পরে আবেদনপত্র দুটি দেখে আমরা বুঝতে পারি। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, আমার সই জাল করে হুদাপাড়া গ্রামের আশিক দুটি জন্ম সনদের প্রতিলিপির আবেদনপত্র পরিষদে নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে আমি তাকে আটক করে রাখি। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

Comments (0)
Add Comment