চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ দুজন গ্রেফতার, অবৈধভাবে আনা থ্রি পিস উদ্ধার

 বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ ডিহি কেরুজ কৃষি খামারের সামনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে অবৈধ থ্রি-পিচসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানাগেছে, চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তাপস সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চোরাচালন বিরোধী অভিযান চালায় দর্শনা-হিজলগাড়ী সড়কের ডিহি কেরুজ কৃষি খামারের সামনে। এসময় পুলিশ দুটি চটের বস্তাভর্তি মালামাল সহ দু’জনকে আটক করেন। পরে চটের বস্তার মুখ খুলে দেখাতে পান অবৈধ পথে আনা ভারতীয় থ্রি পিচ। ৭০ পিস থ্রি-পিচসহ গ্রেফতার করেন দুজনকেই। গ্রেফতারকৃতরা হলেন কলকাতা পশ্চিমবঙ্গের কড়াইয়া থানার পাম এভিনিউ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নুর হোসেন (৪৩) ও দর্শনা জয়নগর মুক্তার পাড়ার তমিজ উদ্দিনের ছেলে জাহিদ হোসেনকে (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এলাকাবাসীরা জানান, দর্শনা-হিজলগাড়ী সড়ক চোরাকারবারীদের নিরাপদ সড়কে পরিণত হয়েছে। এ সড়কে মাদকসহ অবৈধ মালামাল হরহামেশা যাতায়াত হয়ে থাকে। পুলিশের বাড়তি টহলের প্রয়োজন।

Comments (0)
Add Comment