আগের ম্যাচে ফিফটি করা তামিম এবার ফিরলেন শুরুতেই

আগের ম্যাচে দারুণ এক ফিফটি করে বাংলাদেশকে বেশ ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে সেই তামিম দ্বিতীয় ওয়ানডেতে ফেল। ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন তিনি।

সব ফরম্যাট মিলিয়ে বেশ ভালো ছন্দে ছিলেন তানজিদ। টি-টোয়েন্টিতে আমিরাতের বিপক্ষে সিরিজে ফিফটির দেখা পেয়েছিলেন। এরপর পাকিস্তান সিরিজেও চল্লিশোর্ধ্ব ইনিংস আছে তার।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর ম্যাচে দারুণ খেলছিলেন। ফিফটি ছুঁয়ে যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল সেঞ্চুরিটাও বুঝি আসছে! তবে প্রথম ওয়ানডেতে তিনি সেটাকে বাস্তবে রূপ দিতে পারেননি। তার বিদায়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ম্যাচ হারে বাংলাদেশ।

তবে সেই তানজিদ হাসান তামিম আজ শুরুতেই ব্যর্থ হলেন। ওভার দ্য উইকেট থেকে বল করছিলেন আসিথা ফার্নান্দো। তৃতীয় ওভারের তৃতীয় বলে তিনি নাকল বল করেছিলেন তানজিদকে।

অ্যাঙ্গেল করে বেরিয়ে যেতে থাকা বলটা তাড়া করে বসেন তানজিদ। আর সেটাই কাল হলো তার। ব্যাট ছুঁয়ে বলটা গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। বাংলাদেশ প্রথম উইকেট খুইয়ে বসে ১০ রানে।